Durga Chalisa In Bengali PDF – দূর্গা চালিসা – Durga Chalisa Lyrics 2023

বন্ধুরা, আজ সবার জন্য Durga Chalisa In Bengali PDF নিয়ে এসেছি। আপনি কি দুর্গা চলিসার এই  PDF ফাইল ডাউনলোড করতে চান? এই Durga Chalisa Lyrics PDF download করার জন্য পোস্টের শেষে ডাউনলোড লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারেন।

Benefits of Chanting Durga Chalisa? / দুর্গা চলিসা জপ করার উপকারিতা?

এই দূর্গা চালিসা দ্বারা দেবী দুর্গার কর্ম ও গুণাবলীর প্রশংসা করা হয়. অনেকে প্রতিদিন দুর্গা চলিসা জপ করেন, এবং আরও অনেকে নবরাত্রির ১০ দিন অত্যন্ত নিষ্ঠার সাথে জপ করেন।

কথিত আছে যে ভক্তির সাথে দুর্গা চলিসা জপ করলে মনের শান্তি, সাহস বৃদ্ধি পাই এবং দুর্দশা থেকে মা মহামায়া মুক্তি দেয়।

দুর্গা চালিসা পাঠ করলে আপনি আপনার পরিবারের  আর্থিক ক্ষতি, ও যেকোনো সংকট দুর্দশা রক্ষা করতে পারেন। অর্থাৎ আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

Maa Durga Chalisa In Bengali PDF / দূর্গা চালিসা বাংলা

দূর্গা চালিসা

| নমো নমো দুর্গে সুখ করনী ।
|| নমো নমো অম্বে দুঃখ হরনী ॥

| নিরঙ্কার হৈ জ্যোতি তুম্হারী ।
|| তিহূং লোক ফৈলী উজিয়ারী ॥

| শশি লিলাট মুখ মহা বিশালা ।
|| নেত্র লাল ভূকুটী বিকরালা ॥

| রূপ মাতু কো অধিক সুহাবে ।
|| দরশ করত জন অতি সুখ পাবে ॥

| তুম সংসার শক্তি লয় কীনা ।
|| পালন হেতু অন্ন ধন দীনা ॥

| অন্নপূরনা হুঈ জগ পালা ।
|| তুম হী আদি সুন্দরী বালা ॥

| প্র্লয়কাল সব নাশন হারী ।
|| তুম গৌরী শিব শঙ্কর প্যারী ॥

| শিব যোগী তুমরে গুণ গাবেং ।
|| ব্রহ্মা বিষ্ণু তুম্হেং নিত ধ্যাবেং ॥

| রূপ সরস্বতী কো তুম ধারা ।
|| দে সুবুদ্ধি ঋষি মুনিন উবারা ॥

| ধরয়ো রূপ নরসিংহ কো অম্বা ।
|| প্রগট ভঈ ফাড় কর খম্বা ॥

| রক্ষা করি প্রহলাদ বচায়ো ।
|| হিরণাকুশ কো স্বর্গ পঠায়ো ॥

| লক্ষ্মী রূপ ধরা জগ মাহীং ।
|| শ্রী নারায়ণ অঙ্গ সমাহী ॥

| ক্ষীরসিন্ধু মেং করত বিলাসা ।
|| দয়া সিন্ধু দীজৈ মন আসা ॥

| হিঙ্গলাজ মেং তুম্হীং ভবানী ।
|| মহিমা অমিত ন জাত বখানী ॥

| মাতঙ্গী অরু ধূমাবতি মাতা ।
|| ভুবনেশ্বরী বগলা সুখদাতা ॥

| শ্রী ভৈরব তারা জগ তারিণি ।
|| ছিন্ন ভাল ভব দুঃখ নিবারিণি ॥

| কেহরী বাহন সোহ ভবানী ।
|| লাঙ্গুর বীর চলত অগবানী ॥

| কর মেং খপ্পর খড্গ বিরাজে ।
|| জাকো দেখ কাল ডর ভাজে ॥

| সোহে অস্ত্র ঔর ত্রিশূলা ।
|| জাতে উঠত শত্রু হিয় শূলা ॥

| নগর কোটি মেং তুম্হীং বিরাজত ।
|| তিহূং লোক মেং ডঙ্কা বাজত ॥

| শুম্ভ নিশুম্ভ দানব তুম মারে ।
|| রক্ত বীজ শঙ্খন সংহারে ॥

| মহিষাসুর নৃপ অতি অভিমানী ।
|| জেহি অধ ভার মহী অকুলানী ॥

| রূপ করাল কালিকা ধারা ।
|| সেন সহিত তুম তিহি সংহারা ॥

| পরী গাঢ় সন্তন পর জব জব ।
|| ভঈ সহায় মাতু তুম তব তব ॥

| অমরপুরী অরু বাসব লোকা ।
|| তব মহিমা সব রহে অশোকা ॥

| জ্বালা মেং হৈ জ্যোতি তুম্হারী ।
|| তুম্হেং সদা পূজেং নর নারী ॥

| প্রেম ভক্তি সে জো যশ গাবে ।
|| দুঃখ দারিদ্র নিকট নহিং আবে ॥

| ধ্যাবে তুম্হেং জো নর মন লাঈ ।
|| জন্ম-মরণ তাকৌ ছুটি জাঈ ॥

| জোগী সুর মুনি কহত পুকারী ।
|| যোগ ন হো বিন শক্তি তুম্হারী ॥

| শঙ্কর আচারজ তপ কীনো ।
|| কাম অরু ক্রোধ জীতি সব লীনো ॥

| নিশিদিন ধ্যান ধরো শঙ্কর কো ।
|| কাহু কাল নহিং সুমিরো তুমকো ॥

| শক্তি রূপ কো মরম ন পায়ো ।
|| শক্তি গঈ তব মন পছতায়ো ॥

| শরণাগত হুঈ কীর্তি বখানী ।
|| জয় জয় জয় জগদম্ব ভবানী ॥

| ভঈ প্রসন্ন আদি জগদম্বা ।
|| দঈ শক্তি নহিং কীন বিলম্বা ॥

| মোকো মাত কষ্ট অতি ঘেরো ।
|| তুম বিন কৌন হরে দুঃখ মেরো ॥

| আশা তৃষ্ণা নিপট সতাবৈ ।
|| মোহ মদাদিক সব বিনশাবৈ ॥

| শত্রু নাশ কীজৈ মহারানী ।
|| সুমিরোং ইকচিত তুম্হেং ভবানী ॥

| করো কৃপা হে মাত দয়ালা ।
|| ঋদ্ধি-সিদ্ধি দে করহু নিহালা ॥

| জব লগী জিয়ৌ দয়া ফল পাঊং ।
|| তুম্হারো যশ মৈং সদা সুনাঊং ॥

| দুর্গা চালীসা জো জন গাবে ।
|| সব সুখ ভোগ পরমপদ পাবে ॥

| দেবীদাস শরণ নিজ জানী ।
|| করহু কৃপা জগদম্ব ভবানী ॥

শ্রী দুর্গামাতা কী জয় ॥

সমাপ্ত

Free Durga Chalisa In Bengali PDF Download Here : –

High Quality Durga Chalisa PDF টি ডাউনলোড করার জন্য নিচে দেওয়া ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন।

Durga Chalisa bengali pdf

67 KB

দুর্গা চালিশা হিন্দিতে পড়ার বা ডাউনলোড করার জন্যই এই লিঙ্কে টাচ করুন।

Durga Chalisa PDF In Hindi – दुर्गा चालीसा – Durga Chalisa Lyrics

1 thought on “Durga Chalisa In Bengali PDF – দূর্গা চালিসা – Durga Chalisa Lyrics 2023”

Comments are closed.